মাজরুহ সুলতানপুরী কে নিয়ে দুটো কথা

ছবির মানুষটার নাম 'মাজরুহ সুলতানপুরী'। উনার পরিচয় আমার নতুন করে দেয়ার কিছু নেই। ষাটের দশকে লতা মঙ্গেশকরের খাবারে বিষ প্রয়োগ করা হলে উনি মারাত্মক অসুস্থ হয়ে মাস তিনেক শয্যাশায়ী থাকার পরে যখন ঘরে ফেরেন তখন মহাত্মা এই ব্যক্তি প্রতিদিন লতা মঙ্গেশকর কে দেখতে যেতেন এবং লতা মঙ্গেশকরকে দেয়া খাবার আগে নিজে খেয়ে দেখতেন খাবারে বিষ আছে কি না।   


এই ঘটনা ইতিহাসের কোন গোপন ঘটনা নয়। অনেকেই জানে। শুধু বলার উদ্দেশ্য হলো, একজন সন্মানিত মানুষই পারে আরেকজন সন্মানিত মানুষকে শ্রদ্ধা ও সন্মান জানাতে এবং সেজন্য নিজের জীবন তুচ্ছ করতেও পরোয়া করে না। মহাত্মা এই মানুষটিকে আমি অধম শ্রদ্ধা জানাই। অনেক কিছু শিখায়ে দিলেন আপনি। 

Author's Notes/Comments: 

২২ সেপ্টেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio