দূষিত গর্ভস্রাব

দূষিত গর্ভস্রাবে দেখি দেশ ভরে যাচ্ছে। পানি কেন ব্লিচিং পাউডার দিয়েও এগুলোর গন্ধ দূর করা যাচ্ছে না। দেশের অনেক নামীদামী প্রতিষ্ঠানে পড়েও এদের মনের কলুষতা যাচ্ছে না। অন্য প্রতিষ্ঠানে কাঁদা ছুঁড়ে অযথা নিজের দুর্গন্ধময় চিন্তাধারাকে বের করার তো কোন কারণ দেখি না। কোন শিক্ষাপ্রতিষ্ঠানই নোংরা জিনিস আর অনৈতিকতা শিক্ষা দেয় না। অনৈতিক জিনিস আমরা তৈরী করি আমাদের নোংরা মন মানসিকতা থেকে। ভাল মন্দের মিশ্রণ সবখানেই আছে। কেউই ধোয়া তুলসী পাতা না। সুস্থ বিবেকবান মানুষের কাজ হলো, সমস্যা কে চিহ্নিত করে সেটার প্রতিকার করা। আকাশের দিতে থুতু ছুঁড়ে যেমন সেটাকে নোংরা করা যাবে না, ঠিক তেমনি, দুই একটা অপদার্থের অসংলগ্ন এবং অনৈতিক কাজের জন্য বুয়েট কিংবা নটরডেম কলেজক কে দোষারোপ করা চলে না।

 

 

এই দুই প্রতিষ্ঠান নিয়ে যারা অযাচিত ভাবে নোংরা কথা বলতে চায়, তাদের কথা শুনলেই বোঝা যায়, না পাওয়ার কষ্ট এখনও মনে হয় ভুলতে পারেনি। আমরা যারা এসব প্রতিষ্ঠানে পড়েছি, কিছু এথিক্স নিয়ে চলি, আমরা তো কোন প্রাইমারী স্কুলকেও কখনও অসন্মানের চোখে দেখি না, দেখার প্রশ্নই আসে না। কারণ কিছু উন্নত মানসিকতা আমরা তৈরী করেছি। এসব প্রতিষ্ঠানে পড়ে আমরা ভাল জিনিসই শিখেছি। শিখেছি অন্যের প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করতে। অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়া কোন সুন্দর মনের মানুষ, কখনই আরেকটি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কলঙ্ক ছুড়তে পারে না। আমি যদি কারও উদ্দেশ্যে নোংরা কাঁদা ছুড়ি, তাহলে কিন্তু সেই নোংরা প্রথমে আমাকেই গায়ে মাখতে হয়। এসব নোংরামি যারা করে, তাদের ব্যাপারে আমার এটাই মনে হয়, এরা নোংরাই শিখেছে, নোংরাই ঘেটেছে সারাজীবন। আর এসব প্রতিষ্ঠানে পড়তে না পারার কষ্টে এখনও সেই নোংরাই ছুঁড়ে যাচ্ছে।    

Author's Notes/Comments: 

২৪ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio