লাভ ক্ষতি

যারা আমায় শুনিয়ে দিল

করেছি তোমার ক্ষতি

তারা কি ভেবে দেখেছে

আঁধারে জ্বেলেছি বাতি?

কি দেখে তবে বলে দিলে

কোথায় ছিল দোষ

নাকি শুধু মনের খেয়ালে

দেখালে খানিক রোষ

আলো যখন এসেই যাবে

পালাবে তখন আঁধার

এর একটু অপেক্ষা করো

সময় এসেছে এবার

কথার পিঠে কথা দিয়ে

দেব না আমি জবাব

আমি এখন চুপই থাকি

শব্দের বড়ই অভাব

তবুও যদি দাঁড়াতে হয়

দাঁড়াবো কাঠগড়ায়

আজকের মত সেদিনও

থাকবো অকুতভয়

সেইদিন হিসাব মিলিয়ে নিও

লাভ ছিল নাকি ক্ষতি?

আঁধার আকাশে দেখে নিও

ক্ষণিক আশার জ্যোতি

তখন কি আমায় পড়বে মনে

কি করেছিলাম আমি?

তোমার মনে নাই বা থাকুক

জানেন অন্তর্যামী

ভালবেসে ছিলাম বলে

চাইনিতো প্রতিদান

কথার জালে ফেলে তুমি

করে দিলে সমাধান।

বেশী বাকী নেই আর বন্ধু

নিজেই মিলিয়ে নিও

এরপর মনের দরজা তুমি

বন্ধ করে দিও। 

Author's Notes/Comments: 

১৪ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio