গ্রুপে করা অনুরোধ

আমরা কি আমাদের পোস্ট গুলো নিজেরা পোস্ট করার আগে একটু ভেবে দেখতে পারি যে এগুলো আসলে কতখানিক মান সম্পন্ন? কৌতুক করে কিছু দেয়া যেতেই পারে কিন্তু সেটা পোস্ট করার আগে মনে হয় আমাদের নিজেদের একটু ভেবে দেখা উচিত যে সেগুলো আমাদের বয়স আর স্ট্যাটাসের সাথে কতখানিক যায়। নিছক হাসি তামাশার জন্য যদি হয় তাহলে সেজন্য মনে হয় আরও অনেক গ্রুপ রয়ে গেছে যেখানে "আলুর ছবি বলে পটল" দেখায়ে হাসিঠাট্টা করা কয়। আমার মনে হয় সেসবের উর্ধ্বে আমাদের থাকা উচিত।   

 

হাসি-ঠাট্টা করা যাবে অবশ্যই। কিন্তু আমার মনে হয় সেটারও একটা লেভেলে নিজেকেই নিজের ওঠানো উচিত। আমাকে সুকুমার রায় এর ছড়ার মত "রাম গরুড়ের ছানা" টাইপ কিছু মনে না করলে খুশি হব। কারণ যারা আমাকে সরাসরি দেখেছে তারা জানে আমি আমি নিজে কতখানিক হাসিখুশি মানুষ। কিন্তু সব রকম হাসি ঠাট্টার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারি না। স্বীকার করছি এটা আমার ব্যর্থতা। আমার কথায় কেউ দুঃখ পেলে আমি ক্ষমাপ্রার্থী। 

Author's Notes/Comments: 

৭ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio