লাগামহীন বৃষ্টি

সকাল থেকে ঝরে চলেছে

লাগামহীন বৃষ্টি-

দূরে যেতেও আটকে যায়

ঘুম ঘোলাটে দৃষ্টি

বৃষ্টির আমেজে যখন তখন

জাঁকিয়ে আসে ঘুম

তখনই মনে পড়ে যায়

কাজের কত ধুম

ভীষণ আলসে আমি

তার উপরে বর্ষা

জানি না কখন হবে

কালো আকাশ ফর্সা

তবুও এই শান্ত নগরে

চাই যে জলধারা

একটু শান্তির পরশ তবে

নিয়ে আসবে কারা?

তপ্ত জীবনে আসে যদি

কিঞ্চিত শান্তির পরশ-

জীবন যদি পায় তাতে

বেঁচে থাকার হরষ

আসুক তবে বৃষ্টি

জুড়াক তবে খরা

শান্ত হোক মন

জুড়াক তবে ধরা   

Author's Notes/Comments: 

৪ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio