দোষের ভাগী

কখনও মন চায় আমি

মেঘের ভালায় ভাসি

কখনও মন ছুটে যায়

তোমার কাছে আসি


কখনও আমি বাতাস হয়ে

দামাল বেগে ছুটি

কখনও আমি আকাশ হয়ে

খুঁজি আমার জুটি!


মানুষে মানুষে কত তফাত

কেউ নয় কারও মত

মনের মধ্যে হাজার প্রভেদ

নিজেরা বানালাম যত!


মনকে স্বাধীন করবো কিভাবে

কোথায় আছে মুক্তি?

মনের কথা কাউকে বলবে

সবাই দেবে যুক্তি


হেথায় সবাই বিচার বসায়

ফাঁসির মঞ্চ তৈরি

অর্ধেক শুনেই লটকে দেবে

করবে না মোটে দেরী!


নিজের মত করেই যদি

অন্যের দোষ মাপো?

বিপদে পড়ে তখন কেন

স্রষ্টার নাম জপো?


কাউকে আপন করে যদি

দোষের ভাগী হই-

তবে যেনো আমি তোমার

কখনও আপন নই।

Author's Notes/Comments: 

১০ জুন ২০২১

View shawon1982's Full Portfolio