‘জুজু’ আর ‘ভানু’র জন্মদিন

‘জুজু’ আর ‘ভানু’র জন্মদিন

= = = = = = = = = = =

 

জুওয়াইরিয়া আমার মেয়ের নাম। আদর করে মাঝে মাঝে জুজু ডাকলেও ওটা আসলে ওর কোন ডাক নাম না। ওর কোন ডাকনাম সেভাবে রাখা হয়নি। মুখ ডাকাডাকিতে জুজু হয়ে গেছে। আজ ৭ই মে ২০২১, ওর ৭ম জন্মদিন। আমি যখন একদম কপর্দকশূন্য অবস্থায় ছিলাম, তখন আমার খালি হাত স্রষ্টা ভরে দিয়েছিলেন আমাকে এই স্বর্গীয় ঐশ্বর্য দান করে। মেয়েটা আমার ঘরের শোভা, আমার জীবনের জ্যোতি! আমার ঘরটাকে সারাক্ষণ নানা রকম কথা আর দুষ্টুমির ছন্দে মাতিয়ে রাখে। সবার কাছে সবিনয় নিবেদন, দোয়া/আশীর্বাদ করবেন, যেন আমার মেয়ে একজন ‘কল্যানময়ী মানুষ’ হতে পারে। ওর জীবন যেন আনন্দে পূর্ণ থাকে। আনন্দের অবারিত স্রোতধারায় ও যেন সতত অবগাহন করে এক নিরাপদ জীবন লাভ করে।

 

সেই সাথে পুত্র ভানু’র ও আজ জন্মদিন। বাংলা সাহিত্যের আকাশের মধ্যাহ্নের সূর্যটাকে ‘পুত্র’ বলার ধৃষ্টটায় আমি ক্ষমাপ্রার্থী। ‘পুত্র’ শব্দটা আমি উল্লেখ করেছি মনের অপার শ্রদ্ধা আর ভালবাসা মিশিয়ে। আমার কন্যা যেমন আমার অংশ, তেমনি ‘পুত্র’ ভানু’র লেখা, ভানু’র সাহিত্য আমি আমার জীবনের অচ্ছেদ্যাংশ হিসেবেই পেয়েছি সবসময়। ভানু’র লেখা কবিতা, গল্প, গানে আমি নিজেকে খুঁজে পাই। মনে হয় যেন কথাগুলো আমার জন্যই লেখা ছিল। আমার মনের কথা ভানু কি করে জানলো? বাংলা সাহিত্যের এই অপরিমেয় জ্ঞানতাপস দিকপাল পুত্র ভানু’র জন্মদিনেও মন থেকে শুভেচ্ছা জানাই।

Author's Notes/Comments: 

৭ মে ২০২১ 

View shawon1982's Full Portfolio