পাত্রী দেখা

লাল পাঞ্জাবি পরে সায়ান

দিলো এক পোজ-

কানে ফোন, মুখে হাসি

দেখি হর রোজ!

তাই দেখে সৈকত ভায়া

মনের কষ্টে ভোগে

আহারে ওকে ধরলো বুঝি

অজানা প্রেমের রোগে

বললো সে, পারেনি দিতে

সায়ানের মত ছবি

উদাস হয়ে এবার কি

হয়ে যাবে কবি?

সৈকত বলছে, ও নাকি

তেমন স্মার্ট নয়-

আমরা ঠিকই বুঝি ভাই

স্মার্ট কারে কয়!

আসল কথা হলো ভাই

হয়ে গেছে বয়স

আর কতকাল খেয়ে যাবে

অন্যের বিয়ের পায়েস?

পোলা এখন ডাঙ্গর হইসে

করতে চায় বিয়া-

এদিক ওদিক দেখে কি আর

জুড়ায় ওর হিয়া?

ছোট ভাই রাদিত কে

আনলাম টেনে ডেকে-

ভাইজানেরও মন ভার

সবকিছু দেখে!

অন্যের প্রেম দেখে নাই

সে হতাশায় ভোগে-

ওকেও কি ধরলো তবে

সেই সে প্রেমের রোগে?

এদিকে কি সায়ান ভায়া

ডুবে ডুয়ে খায় জল-

প্রেমের দোহাই দিয়ে রে ভাই

করে কত ছল!

ছোট ছোট ভাইগুলো সব

হচ্ছে প্রেমের যাত্রী-

আর দেরী নয়, ওদের জন্য

দেখবো এবার পাত্রী!

Author's Notes/Comments: 

১৫ এপ্রিল ২০২১

View shawon1982's Full Portfolio