ছত্রিশ

সময়ের অবগুন্ঠন বুঝি উন্মোচিত হবে এবার

কালের এপাশ থেকে ওপাশে চলে যাবো

মনে থেকে যাবে কতগুলো না বলা কথার প্রতিধ্বনি

নৈঃশব্দ্যের মাঝেই হারিয়ে যাবে আজন্ম শেখা ভাষা

তবুও বুঝি মিটবে না তোমাকে এতটুকু দেখার আশা

 

হাসি মুখেই তো চলে গিয়েছিলে

যাবার আগে দিয়ে যাও নি কোন ঠিকানা

বিভ্রান্ত এক যাযাবর হয়ে আমি ঘুরেছি জলে অন্তরীক্ষে

কখনো শ্বাপদের মত, কখনও মানুষ হয়ে

কখনো মিনতি করে বলেছি, ইশ্বর দেখাও

দেখাও সেই নিঃশব্দে আশা পায়ের চিহ্ন

সন্তর্পনে আমি চলেছি তবুও

মনে ঠাই দেইনি কণামাত্র হতাশা

তবুও তো মেটে না তোমাকে এক ঝলক দেখার আশা

 

নদীর অববাহিকায়, কখনও মোহনায়

কখনও অজানা পাহাড়ের চুড়ায়

কখনও মিতালি করেছি নাম না জানা ফুলের সাথে

কখনও ছুটেছি গন্তব্যহীন গাংচিলের পিছে

কাঁটায় ক্ষত বিক্ষত পায়ে অতিক্রম করেছি মানচিত্র

হারিয়েছি আমার সকল আঁধার

ভুলেছি আমার সকল পরিচয়

সময়কে করেছি অতিক্রম একে একে বন্ধুর পথে

চিৎকার করেছি আক্ষেপে, কখনও আবেগে

কখনও মরীচিকার ক্যানভাসে এঁকেছি ছবি অশ্রুর লবণ জলে

কখনও বাতাসে আঁচড় কেটেছি প্রবল আশায়

কখনও শুধু আকাশ বুঝেছে আমার আক্ষেপ নিজস্ব ভাষায়

প্রদীপ জ্বেলে রেখেছি, বাঁচিয়ে রেখেছি নির্লিপ্ত প্রত্যাশা
আজও তো মেটেনি, তোমাকে আবার একটু দেখার আশা।    

Author's Notes/Comments: 

৭ই ফেব্রুয়ারী ২০২১

View shawon1982's Full Portfolio