আত্মাহুতির আরতি

আলো-ছায়ার অসম লুকোচুরির পর,
চৌদ্দ বছরের দ্বিধা ভেঙ্গে
যখন বন্দীদশা থেকে মুক্ত হলো
স্বপ্ন, শখের প্রজাপতি-
তখন আমি দাঁড়িয়েছিলাম অনড়
বৈষম্যের নাগপাশ ছিন্ন করে
নিজেকে আকাশের মত নীল করে
বিলীন হয়েছিলাম কাঙ্খিত মুক্তিতে
আবিষ্কার করেছিলাম নিজেকে
বেঁচে উঠেছিলাম জ্বালবো
আত্মাহুতির আরতি।
Author's Notes/Comments: 

১৯শে ডিসেম্বর ২০২০

View shawon1982's Full Portfolio