রা-৬

তবুও তো মনে পড়ে যায় ঠিক যেন আগের মত

 দিকভ্রান্ত হয়ে ঘুরেছিলাম, ভুলতে পারতাম যদি

রাতের পরে দিন এসেছিল, তবুও বুঝেনি যারা

নব নব দুঃস্বপ্নের ঘোরে হারানো শূন্যের উপাখ্যান

খাতার পৃষ্ঠায় লেখা চিঠি, সম্পুর্ণ হলোনা লেখা

নয় ছয় করে নষ্ট করে পূর্ণ করেছি ক্ষত মন

সামান্য চেয়েও যখন পাইনি, তবুও কেন আসা

হাসতে গিয়েও পারিনি, নিজের মত করে সহা

ফর্দ যখন বেড়ে যাচ্ছিল, করে দিয়েছিলাম মাফ

সিদ্ধান্তে দেরী হয়নি যখন দেখেছি তোমার হাসি

ও যে মানেনি কোন মানা! অর্জন করেছি তবুও

তারপর শুরু এক নতুন গল্পের, লিখছি দু’পাতা

Author's Notes/Comments: 

২৩ জুন ২০২০

View shawon1982's Full Portfolio