মতান্তরের ঐকতানে

রেললাইনের ধারে সেই হারানো শৈশবের ইতিবৃত্ত

জামা জুতোর সাজে, কিছু সাজানো কিছু সিক্ত

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমান্তরাল

লক্ষ্য থেকে বিচ্যুত ছিল না কিছু প্রকাশ্য বা অন্তরাল

কত কিছু বলার ছিল, জমে আছে তাতে ধুলোর আস্তরণ

রীতিনীতি আর নিয়মের গন্ডি পেরিয়ে যার সমীকরণ

মতান্তরের ঐকতানে আমাদের চেয়ে আছে যে আবরণ

Author's Notes/Comments: 

29 april 2020 acrostic for reza 

View shawon1982's Full Portfolio