প্রিয় তোমরা

শুধু সামাজিক নয়, হোক কিছুটা মানসিক দূরত্ব

তাতে যদি কিছুটা প্রকাশ পায় বন্ধুত্বের অর্থ

ব্যবধান যেখানে প্রকট, সেখানে আর কিসে বন্ধন

কায়া যেথা নেই, সেথা কিসে হয় আত্মার সন্ধান?

দূরে থেকে যদি ভাল হয়, তবে সেটাই হোক ব্রত

মনের কথা মনেই থাক, অপ্রকাশ থাকুক নিয়ত

মিথ্যে দোষারোপে যদি বন্ধুত্ব হয়ে যায় কলঙ্কিত

তবে সেখানেই যেন করা হয় ভালবাসা সমাহিত

এক তরফা পিছুটান, মনে যোগাবে না কোন আশা

যে তোমাকে চিনলোই না, তার জন্য কিইবা ভরসা

মনের গহীনে লুকানো থাক, নীরব যত প্রার্থনা

ভালবাসা প্রকাশ না করলে পেতে হত না গঞ্জনা

পিঠ পিছে কেন কথা, সম্মুখে আছি সদা প্রস্তুত

প্রস্তরাঘাতেও কষ্ট নেই, মনের আঘাতে ছিল যত

যেখানে আমি নেই, সেখানেও হলাম দাগাঙ্কিত

যা ছিল কল্পনার বাইরে, মনেও সুদূর পরাহত

প্রিয় তোমরা ভাল থেক, যে যেখানেই থাকো

দূরে থেকেই তোমরা তোমাদের স্বপ্নের ছবি আঁকো

Author's Notes/Comments: 

21 april 2020

View shawon1982's Full Portfolio