আঠার

নাইবা হলাম কারো আশা

নাইবা পেলাম কারো ভালোবাসা

নিজেকে জড়িয়ে ফেলেছিলাম ক্ষণিকের মোহে

আজ মন তাই আর্তি জানিয়েছে সকরুণ আত্মদ্রোহে।

হৃদয়ের আকুতি মেশানো কথাগুলো

আমি বলে ফেলেছিলাম- স্থান কাল পাত্র সব ভুলে

ভুল মানুষকে!

আজ তার খেসারত দিচ্ছি মনে প্রাণে-

তবুও শেষ হল না। শেষের পরেও থেকে গেছে রেশ!

মানুষে মানুষে আজ পুর্ণ কানায় কানায় হিংসা দ্বেষ

আত্মশ্লাঘায় ভীষণ ভাবে ভরে ওঠে আস্তিক মনের শ্লেষ

যা হবার ছিল না সেটাই পেতে গিয়ে

সব কিছু হারিয়ে, নিজেকে হারিয়ে, হারানোকেও হারিয়ে

রিক্ত, নিঃস্ব, অনুক্ত এক এই অবাঞ্ছিত আমি

যার কথা কেউ শোনেনি, শুধু ব্যতিক্রম অন্তর্যামী

প্রভু, পুনঃ পুনঃ ফিরে আসি তব দ্বারে, শির ঝুকায়ে

লাঘব করো দ্রোহের দহন!

দেখো আরেকবার এই অধমের সকাতর আহুতি

পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে!

তবুও রয়ে গেছে না বলা ভালোবাসা টুকু।   

Author's Notes/Comments: 

2 march 2020

View shawon1982's Full Portfolio