অন্তর্যামীর পানে

আমি এখন পথ চলি

নিজের আপন ছন্দে

আর আমি ভুগবো না

অর্থহীন দ্বিধাদ্বন্দ্বে!

কিছু কিছু অনিশ্চয়তা

থাকবেই সারাজীবন-

তার জন্য কেন হবে

আমার অন্তঃক্ষরণ?

নির্ভয়ে আমি এগিয়ে যাব

সম্মুখ বাধার পানে-

তুমি শুধু বেধে রেখো

ভালবাসার টানে।

মিথ্যে অভিনয়ের ছলে

যারা ছিল আপন জন-

তাদের থেকেই পেতে হয়

সর্বাধিক প্রবঞ্চন!

কি হবে আর ভেবে

মিছে সব পিছুটান-

নতুন করে গাইবো মোরা

জীবনের জয়গান।

সব ভয় উপেক্ষা করে

নামবো সকল রণে-

সেই শক্তি চাই আমি

অন্তর্যামীর পানে।

Author's Notes/Comments: 

27 february 2020

View shawon1982's Full Portfolio