২৩ জানুয়ারী ২০২০

মন কখনও কোন নিয়মের অধীন হয় না। যদি নিজেকে অনেক কঠোর অনুশাসনেও বেঁধে রাখা হয় তবুও এক সময় মনে হয় মন বিদ্রোহ করে বসে। সমস্ত বাঁধন ছিড়ে চলে যেতে চায় দূরে কোথাও। যদিও এর কোন সীমানা নেই, তবুও মন ছুটে চলে এক অনির্দিষ্ট অজানার পানে। এটাই মনে হয় মনের ধর্ম। মনের উপরে কি জোর করে কিছু করানো যায়? কাউকে ভাল লাগা না লাগা সেটা কি মনকে নিয়ন্ত্রণ করে করা যায়? সবকিছুর উত্তর একটাই, যায় না। এই মন কি চায় না চায় সেটা কাউকে অনেক সময় বলা যায় না। মন সবসময় খুঁজে বেড়ায় কোন একজনকে যাকে সব কথা খুলে বলা যায়। কিন্তু সেটাও হয় না বেশীরভাগ সময়। কি যেন বলতে গিয়েও বলা হয় না, মনে হয় কি যেন বলতে গিয়েও বলা যায় না। কোথায় যেন বাঁধা পায়! আমাদের মনের কল্পনা অনেক কিছুই অতিক্রম করে যায় কিন্তু কি যেন একটা না বলা বাঁধা অতিক্রম করতে পারে না। এক অজানা অনুভবের তাড়নে ছুটে চলে মন তার দুর্বার গতিতে।    

View shawon1982's Full Portfolio