৯ ডিসেম্বর ২০১৯

‘মানি প্ল্যান্ট’ আমার খুব পছন্দের জিনিস। কি সহজ সাধারণ একটা লতানো গাছ। বিজ্ঞানের ভাষায় এটাকে গাছ বলে নাকি লতাগুল্ম বলে সেই তর্কে আমি যাব না। সেটা আমার বিষয় না। আমার বিষয় হল মানি প্ল্যান্ট নিয়ে। এমনিতেই লতানো গাছ আমার খুব পছন্দের। বারান্দার গ্রিল বেয়ে বেয়ে কোন গাছ উঠে যাচ্ছে সেটা দেখতেই ভাল লাগে। গ্রামের বাড়ীতে আমার এক দাদার বাসায় একবার লতা-গোলাপ দেখেছিলাম। সেটা উনারা বাড়ীর বেড়া দিয়ে বাইয়ে দিয়েছেন। সারা বেড়া জুড়ে এক বিশেষ ধরণের গোলাপ গাছ লতিয়ে আছে। তাতে আবার ছোট ছোট ফুল ও ধরেছে। আমার খুব ইচ্ছা আছে বাড়ীতে লতানো গোলাপ লাগাই। আমার ইচ্ছেটা এখনও পুরণ হয়নি। অস্থায়ী বাড়ীতে এসব করতে মন চায় না। যদি কখনও নিজের মাথা গোঁজার একটু ঠাঁই সৃষ্টিকর্তার কৃপায় নিজে করে নিতে পারি, তখন নাহয় নিজের বারান্দার গ্রিল ভরে লতানো গাছ লাগিয়ে দেবো। গাছগুলো যখন বেয়ে চলে, নতুন পাতা গুলো আড়মোড়া দিয়ে জেগে ওঠে প্রথম সূর্‍্য্যের কিরণে, সেটা দেখার ভেতর আমি এক অপার্থিব আনন্দ লাভ করি। মনে হয় যেন এক নতুন ধরণের জীবনের স্পন্দন ওরা আমাকে দেয়। আমাকে যেন নতুন করে বেঁচে থাকার স্পৃহা দেয়। যে কেউই চাইলে বাসায় মানি-প্ল্যান্ট রাখতে পারে। মাটি, পানি যে কোনটাতেই এরা কত সহজে বেঁচে থাকে! এতে একদিকে যেমন বাসার সৌন্দর্য বাড়ে, অন্যদিকে এক নিঃশব্দ বন্ধুর মত আমাদের নীরবে উপকার করে চলে।  

 

ছোট্ট একটা কাঁচের গ্লাসে মানি-প্ল্যান্টের একটা অংশ রেখেছিলাম কয় মাস আগে। সেটা আমাদের ওয়াশরুমে বেসিনের উপরে রাখা আছে। সেটা এই ক’মাসে বেশ কিছু পাতা ছেড়েছে। ওদের কোন যত্ন লাগে না। মাঝে মাঝে পানি পাল্টে দেই। দিব্যি বেঁচে আছে। ওদের কোন দাবী-দাওয়া চাহিদা কিছুই নেই। কি সুন্দর এক অনাড়ম্বর জীবনে ওরা অভ্যস্ত। ওয়াশরুমে গেলেই ওদের দিকে চোখ পড়ে। আমি প্রতিবারই মোহিত হয়ে ওদের দেখি। না বলা নৈঃশব্দ্যেই যেন ওরা কত কিছু বলে দেয় আমাকে। আমাকে ধৈর্‍্য্য ধরতে বলে, সহনশীল হতে বলে। আমাকে বলে, আমাদের মত চাহিদাহীন হও। জীবনে চাহিদা আর লোভের মাত্রা যখন বাড়তে থাকে, তখন যাবতীয় অশান্তির সূত্রপাত হতে থাকে। যার জীবনে চাহিদার মাত্রা যত কম থাকে, সে জীবনে তত সুখী হয়। ঠিক আমার মানি প্ল্যান্ট কাছগুলোর মতই। মানি প্ল্যান্ট গুলোর মধ্যে কোন দ্বন্দ্ব নেই। কোন স্বার্থের টানাপোড়েন নেই। ওদের চাওয়া পাওয়া নেই। ওদের কোন সার আমাদের দিতে হয় না। সামান্য যে পানিটুকু পরিবর্তন করে দেই, তা থেকেই ওরা ওদের জীবনের আয়োজন গুছিয়ে নেই। মাঝে মাঝে মনে হয়, আমিও ওদের মত হয়ে যাই। নির্ঝঞ্ঝাট এক জীবনে লতার মত আঁকড়ে ধরে বেঁচে থাকি আমার আশেপাশে থাকা ভালবাসার মানুষগুলোকে।      

View shawon1982's Full Portfolio