৩০ অক্টোবর ২০১৯

আজ এখনও লেখার মত তেমন কিছু খুঁজে পাচ্ছি না। অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে আবার মনে হচ্ছে কিছুই মনে হয় গুছিয়ে বলে উঠতে পারবো না। ইদানিং মনে হয় আগের মত সবকিছু মনে রাখতেও পারছি না। ভুলে যাচ্ছি। কিছু কিছু জিনিস মনে হয় ভুলে যাওয়াটাই শ্রেয়। কি লাভ সবকিছু মনে রেখে? যখন যা দরকার সেটা বলা হল, কিন্তু তার কোন প্রতিকার পেলাম না, তাহলে সেটা মনে রেখে কোন উপকারটা হল? আর উপকারটা করাই বা কার জন্য? কে মনে রাখে? কতদিন মনে রাখে? যতদিন দরকার ঠিক ততদিনই মনে রাখে। এরপর সহজেই ভুলে যায়। সাপ পুষেন, খাবার দেন ঠিক মত। সব ঠিক। কিন্তু ওর যখন ছোবল দিলে ইচ্ছে করবে, তখন কিন্তু ও মনে রাখবে না কখনও আপনি ওকে খাবার দিয়েছিলেন। কোন কোন ক্ষেত্রে আমরা সৃষ্টির সেরা জীব হয়েও সরীসৃপ জাতীয় প্রাণীর আচরণ কেও হার মানিয়ে দেই।

View shawon1982's Full Portfolio