সংকীর্ণ আকাশ

দোদুল্যমান মনে দোলে শূন্য দোলনা

নিকষ আঁধার হাতড়ে কথাটা- তবুও বলা হলনা

ব্যবধান ছিল শুধু আকারবিহীন এক প্রস্তর

যার এপাশ ওপাশ ছুঁয়ে তুমি আমি দীপ্ত নিথর

পুনঃ পুনঃ দুলে যায় আস্পৃশ্য চাওয়া পাওয়া

দেয়ালের দু’পাশ জুড়ে মৃত্যুর আসা যাওয়া

নিথর দু’চোখে-

দেখেছি বর্ধিষ্ণু সিক্ত শেওলার বিকাশ-

যার মাথার নীচে দোলে

নিস্পৃহ সংকীর্ণ আকাশ।

Author's Notes/Comments: 

9th june 2019

View shawon1982's Full Portfolio