সমকামিতা (উপন্যাস- রোকেয়া লিটা) পাঠ প্রতিক্রিয়া

মাত্র গতকাল শেষ করলাম রোকেয়া লিটা'র লেখা "সমকামিতা বইটি"। বইটির কোথাও কোথাও কিছু অকপট সত্য কথা লেখা রয়েছে। এটি এমন একটা স্পর্শকাতর বিষয় যে অনেকেই শুনলে মুখ ঘুরিয়ে এড়িয়ে যেতে যায়। কিন্তু এর ভেতরেও রয়ে গেছে কত কিছু। এই উপন্যাসটা মোটামুটি ভাল লেগেছে আমার। কিন্তু মনে হয়েছে, লেখিকা বেশ তাড়াহুড়া করে ফেলেছেন। আরেকটু ধীর গতিতে এগোলে ভাল লাগত। উপন্যাসের নায়ক 'আকাশ' একটা মেধাবী ছাত্র। বিশ্ববিদ্যালয়ে, নিজের সাবজেক্টে প্রথম স্থান অধিকার করে। তাদের বাড়িতে কাজ করতে আসা বুয়ার মেয়ের সাথে আকাশের মা ফট করে আকাশের বিয়ের কথা বলে বসে! এই ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর এবং বেখাপ্পা লেগেছে। আর পিরিমিতার বেপরোয়া ভাবটা একটু বেশী লাগামছাড়া মনে হয়েছে। যাই হোক, ভিন্নধর্মী বিষয় নিয়ে লেখা ছিল। একটু অন্যরকম তো বটেই। সমকামিতা নিয়ে আপনাদের জানা অন্য কোন উপন্যাস থাকলে আমাকে সাজেস্ট করতে পারেন। পড়ে দেখতে চাই।

Author's Notes/Comments: 

2 april 2019

View shawon1982's Full Portfolio