শিরোস্ত্রাণ

নিন্দুক বলবে কত কথা

ওসব ভাবলে কি চলে?

মনে রেখো পাগলে তো

কত কি না-ই বলে!

বড় মানুষ সর্বদাই

সমালোচিত হয়-

এজন্যই তো তাকে সবাই

বড় মানুষ কয়।

তুমি লিখবে আপন মনে

তোমার স্বাধীনতা-

দুর্বলতা নয় যে মোটেই

তোমার নীরবতা।

আকাশে যদি কেই থুথু ছুঁড়ে

মন্দ কি হয় আকাশ?

ফিরে আসে তাদের পানেই

তারাই হয় হতাশ।

নিজের লেখা যেমনই হোক

ভেবো তোমার সন্তান-

তাদের মাঝেই খুঁজে নিও

তোমার পরিত্রাণ।

আজ যারা নিন্দে করে

করুক মনের সুখে-

আসলে মনে মনে

তারাই জ্বলে দুখে।

সাহিত্য হলো সৃষ্টিকর্তার

অমুল্য এক দান-

মাথায় তুলে রেখো তুমি

এই শিরোস্ত্রাণ।

Author's Notes/Comments: 

8 october 2018

View shawon1982's Full Portfolio