উদ্বাস্তু

নিজের দেশের তাড়া খেয়ে

আইলা বাংলাদেশে-

মানবাধিকারের ধ্বজা উড়ায়ে

খুঁটি গাড়লো শেষে!

আমরা তো বেশী উদার

আবেগপ্রবন জাত-

ধর্মের নাম দোহাই দিলেই

আমরা কুপোকাৎ!

স্রোতের মত খাবার আসে

আসে সাহায্য-

এর পেছনে যা যা আছে

তাহা থাকে উহ্য!

খুঁটি গাইড়া বইসে তো বইসে

উঠার নাম নাই-

কি আরামে কাম ছাড়া

করছে খাই দাই!

সত্যি কথা কইতে গেলে

তিতা তিতাই লাগে-

আপনি শুইতে ঠাই পায় না

শংকরকে ডাকে।

কাজ কাম না থাকার

লুটছে ফয়দা-

ইচ্ছে মত করছে ওরা

বাচ্চা পয়দা!

মিনিটে মিনিটে জন্ম হচ্ছে

নিত্য নতুন বাচ্চা-

খোঁজ খবর নিয়ে দেখ

কথাটা কিন্তু সাচ্চা।

এসবন কথা লিখতে গেলেই

চান্দি গরম রাগে-

এমন উদ্বাস্তু হইতে পারলে

নিজের দেশ কি লাগে?

Author's Notes/Comments: 

20 september 2018

View shawon1982's Full Portfolio