শাকের আঁটি

হারানো শৈশবটাকে যদি

আবার ফিরে পেতাম

সময়ের ল্যাঞ্জা ধরে

ঠিকই থামাতাম।

সময় যেন পারদ হয়ে

গড়াগড়ি করে-

ধরতে গেলে ফুরুত করে

কেমনে সরে পড়ে!

যখন সে চলেই যায়

করি আফসোস-

ছোট থেকে বুড়ো হই

ঐ ব্যাটারই দোষ!

আবার যদি শৈশব পেতাম

করতাম কতকিছু-

ধাওয়া করে শেয়াল চোরার

দৌড়ে নিতাম পিছু।

ছোটবেলাই ভাল ছিল-

ছিল না নিয়মের বালাই-

ইচ্ছে হলেই পালিয়ে যেতাম

নিয়ে ঘুড়ি লাটাই।

অবলীলায় সাঁতরে যেতাম

নদীর এপাশ ওপাশ-

ক্লান্ত হয়ে এক সময়

করতাম হুসহাশ!

বোঝার উপর শাকের আটি

থাকতো না হিসেব নিকেষ

ওসব করেই চুল পাকলো

জীবনটা হল শেষ!

অর্ধেক তো শেষ হয়েই গেল

যা ছিল গড় আয়ু-

ভয় লাগে কখন যেন

চলে যায় প্রাণ বায়ু!

কত ভাল ছিল আমি

যখন ছিলাম ছাত্র

এরপর বয়স কালে

হলাম বিয়ের পাত্র!

এরপর শুরু হল

নতুন সাতকাহন

সংসার জীবন শুরু মানেই

শাকের আঁটি বাঁধন!

Author's Notes/Comments: 

16 september 2018

View shawon1982's Full Portfolio