অপেক্ষার পুনর্জন্ম

আমার নৈঃশব্দ্যের জীবনে তুমি এলে

উছলিত কলরব হয়ে-

ভালবাসার নির্লিপ্ততায় এসেছো তুমি

ক্ষণিক স্রোতের মায়া নিয়ে!

যা কিছু ছিলো আমার সব রইলো তোমার তরে

শুধু একবার বল তুমি আমাকে আর যাবেনা ছেড়ে!

আমার দিন থেকে রাত রায় শুধু তোমার অপেক্ষায়

আমি তোমাকে স্পর্শ করতে চাই ছবি থেকে বাস্তবতায়।

তুমি জেগে রয়েছো নিজস্ব জগতের মোহময় আচ্ছন্নতায়

আমি দূর থেকে শুধু তাই দেখেছি দু’চোখের মুগ্ধতায়।

আমার কালহীন জীবনে তুমি এলে

এক পলকের সহসা তান্ডব হয়ে-

ছুঁয়ে গেছো আমার সবটা অস্তিত্ব

তীব্র এক দ্যুতির ঝলক দিয়ে।

আমার অপেক্ষার পুনর্জন্ম হয় তুমি আসবে বলে-

আমি রয়েছি জেগে, বরফের পর্বত গিয়েছে গলে।

মহাকালের পদধ্বনি শুনি তোমার গমন পথের দিকে চেয়ে-

আজ বুঝি মনে হল আমার সব আয়োজন গিয়েছে শূন্য হয়ে।  

Author's Notes/Comments: 

24 june 2018

View shawon1982's Full Portfolio