বন্ধুত্বের প্রহর

বন্ধুত্বের প্রহরে কখন যেন কড়া নেড়েছিল ভালোবাসা

বোঝার আগেই হয়ে গিয়েছে খন্ড প্রলয়-

তোমার সাথে দূরত্বের পাল্লা দেয়া ধাবমান গতি

সাথে কিছু বায়বীয় অনুভুতিতে মিশে থাকা

এক টুকরো অহংকারের নাম দিয়েছিলাম ভালোবাসা!

পূর্ণতা পাবে বলে আকাশের কাছে একটু নীল চেয়েছিল

ফিরে এসেছিল জ্বালা ধরানো একরাশ শূন্যতা নিয়ে।

রয়ে গেছে শুধু কিছুর স্মৃতির আবছা আঁচড়-

যে আঁচড় একেছিল এক নিদাঘ সময়ে

বন্ধুত্বের প্রহরে বুকের পাঁজরে

কড়া নেড়ে ফিরে যাওয়া অনাঘ্রাতা ভালোবাসা।

Author's Notes/Comments: 

12 june 2018

View shawon1982's Full Portfolio