পঙ্কিল আমি

মন রে তুই পুইড়া পুইড়া হইলি অঙ্গার

এখন যে তোর করতেই হবে সৎকার

মনটা যে পুড়ে থাকে সদা তার লাগি

প্রেমটারে সাথে লয়ে নিত্যি দিন জাগি

মাঝে মাঝে হত্যা করা

দোষের কিছু না

ইচ্ছের ভ্রূন হত্যা করি খালি হাতে

লবণ পানি তো আছে, চিন্তা কি?

আমি নিত্য হত্যাকারী

মেতেছি উৎসবে

তার শেষ হলে, বাকী আর কি রবে?

অতীতের সূত্র ধরে গিয়েছি মজে

বহুজন্মের সাধনা যে

মন তাই তোমাকেই খোঁজে।

ক্ষণিকের অবহেলার

কালের নিমগ্ন দহন

চলে এসেছি দূরে

রেখে এসেছি আত্মহনন।

ছাই জমিয়ে রাখবো, নিয়ে যাস

তোমার মনের উর্বর ভুঁয়ে

আনন্দ করিস চাষ!

ভাসিয়ে দিস লবণ থেকে পরিশুদ্ধ

নব নব আনন্দধারায়-

তোমার মাঝে পঙ্কিল আমি

পুনঃ পুনঃ হারায়।

 

 

Author's Notes/Comments: 

৬/৪/১৭

View shawon1982's Full Portfolio