পথের শেষ

তোমার হাত ধরে যে পথচলা শুরু হয়েছিল

সেই পথের শেষ কোথায়?

নাকি চলতেই থাকবে

কোনা এক অজানার উদ্দেশ্যে

যেখানে তুমি আমি হব উপলক্ষ মাত্র।

যেখানে চাওয়া পাওয়ার মাঝে কোন বৈরিতা নেই

যেখানে বিধ্বস্ত পোড় খাওয়া নগরীর ব্যস্ততা

অথবা শত জোড়াতালি দেয়া চাহিদা নেই।

পথ চলে গেছে একেবেকে আপন গতিতে

আমাদের পা ভার হয়ে আসে

পাথেয় যে সব ফুরিয়ে এল-

শুধু ভালবাসা কি যথেষ্ট এখন?

নিজেকে প্রশ্ন করোনা

ভুল উত্তর দিয়ে গতি স্লথ করে দিতে পারে।

তোমাকে আমাকে নিয়ে কোন উপাখ্যান লেখা হবে না

আমরা হারিয়ে যাব সময়ের আগেই

আমাদের কোন উত্তরাধিকার নেই

আমাদের জন্য শোক করার কেউ ছিল না।

তবুও পথ ধরে যতটুকু এগিয়ে যাওয়া যায়

ঐটুকুই সান্ত্বনা, হোক তা তুচ্ছ ভ্রম!

যেখানে গতিই সব,

সেখানে মৃত্যু মানে-

ভালবাসার নাম করে হলেও থেমে যাওয়া।

Author's Notes/Comments: 

19 june 2017

View shawon1982's Full Portfolio