শীতল সুখ

রাতের মাধুর্যে সুর মেলায় রূপালী জোছনা

কখনও কখনও ভেসে আসে পথ ভুল করা

এক টুকরো মিষ্টি ঠান্ডা বাতাসের ঝাপটা

মেঝেতে শীতল পাটিতে শুয়ে এপাশ ওপাশ

যজ্ঞে ঘি ঢালে বিরহ দহনের নিমগ্ন বৈষ্ণব

রাতের আঁধার গ্রাস করে নেয় বিরল বিষণ্ণ বিভব।

নিঃশব্দ পায়ে বেড়াল হেঁটে যায় কার্নিশের ওপর দিয়ে

মাথা ঘুরিয়ে দেখে, জ্বলে ওঠে রাতজাগা চোখজোড়া

জরিপ করে মাত্র এক মুহুর্তের জন্য!

লাফ দিয়ে নামে রাতের আলোয়...

হারিয়ে যায় চিরতরে অতীতের উষ্ণতায়।

রাস্তার ধারে মেয়েটি জ্বর শরীরে দাঁড়িয়ে থাকে

আগুন ধরিয়ে অপেক্ষা করে পতঙ্গের জন্য

কখন স্বেচ্ছায় ধরা দেবে?

জঠর জ্বালা বড় জ্বালা।

শরীরের প্রতিটি ভাঁজে

হারিয়ে যায় শীতল পাটির সুখ। 

Author's Notes/Comments: 

21 may 2017

View shawon1982's Full Portfolio