পারদ স্পর্শ

তোমার পারদ স্পর্শে আমি আমৃত্যু বিগলিত

অমর্ত্য ধারায় করেছি স্নান

প্রেমের সুধা করেছি যে পান

তোমার ঐ পানকৌড়ি চোখে

আমি নিজেকে করেছি সমাহিত।

বাতাসে ভাসে অজানা ফুলের অভিমানী রেনু

তরঙ্গে তরঙ্গে দোলে ওঠে আমার চিত্ততনু।

বারুদ যখন জ্বালা ধরায় প্রিয়া

তোমার অশ্রুর আঁচলে-

বুঝে নিও আমি বিলীন হয়েছি

অজানা সেই গহীন কোণে-

যার চাবি তুমি বেঁধে রেখেছিলে

তোমার সুপ্ত মনের মৃদু গুঞ্জনে

বেদনা বিধুর একান্তে। 

Author's Notes/Comments: 

9 march 2017

View shawon1982's Full Portfolio