ফালতু পাচন

আর কতকাল শুনতে হবে

তোমার ফালতু পাচন

ভলে গেছ, অধিক সন্ন্যাসে

নষ্ট হয় গাঁজন?

 

যখন তখন পারো তুমি

শুরু করতে ভজন

সবাই বলে তুমি নাকি

আমার পরম সজন!

 

সুন্দর সময় যখন তখন

দিচ্ছ করে মাটি

সত্যি এটা স্বীকার করি

ভন্ডামি তোমার খাঁটি

 

নিয়মের যত কড়াকড়ি

চাপিয়ে আমার উপর

খাচ্ছ দাচ্ছ দিব্যি আছো

ভাসছো হাওয়ার উপর

 

মুখ দিয়ে যেন আগুন ঝরে

অনলবর্ষী বক্তা

মনে হয় এক ঘুষিতে

ফাটাই নাকের তক্তা

 

সীমা ছাড়িয়ে যখন তখন

করছো বাড়াবাড়ি

ঘুরে ফিরে সবই এক

থোড় খাড়া বড়ি

 

ভাল কথা বলেও যদি

করতে মন জয়

তোমার জন্য করতে পারতাম

জীবনটাই ক্ষয়

 

যা খুশি করতে থাকো

নিও নিজের যতন

আমার ভালো আমি বুঝবো

থাকবো নিজের মতন। 

Author's Notes/Comments: 

15 february 2017

View shawon1982's Full Portfolio