কন্যার সাজ

কন্যা আমার এই প্রথম

পরেছে লাল শাড়ী

মাথায় একটা ঘোমটা দিয়ে

ঘুরছে সারা বাড়ী

 

কালো ঐ চোখদুটোতে

কাজল দিয়েছে টেনে

কন্যা সাজবে বিয়ের সাজে

সবাই নিয়েছে মেনে

 

নানা রঙের চুড়ি গাছি

পরেছে দুহাত ভরে

সাজবে সে নতুন করে

আনন্দ নাহি ধরে

 

গুনগুনিয়ে আপন মনে

গাইছে কতো গান

ওর খুশীতে সবাই সুখী

ডাকে খুশীর বান

 

আঙুলে পরেছে আংটি

কানে দিয়েছে দুল

আমার কন্যা আমার কাছে

ফোঁটা গোলাপ ফুল

 

গোলাপী ঐ ঠোটদুটো

রাঙিয়ে তুলেছে আরও

আমার মেয়ের মতো কেউ

সাজতে তোমরা পারো?

 

নানান ঢঙে ছবি তোলে

আমার সোনা পাখি

বেশী বেশী সাজো তো মা

চোখ ভরে দেখি

 

জীবন তোর ভরে উঠুক

তাজা ফুলের গন্ধে

সবসময় থেকো মাগো

হাসি আর আনন্দে

Author's Notes/Comments: 

15 february 2017

View shawon1982's Full Portfolio