দুঃখের আকর

আমার জীবনে এক একটা রাত আসে

নতুন কোন অনিশ্চয়তার বার্তা নিয়ে

নিজের দুঃখগুলোকে ভাঁজ করে

বালিশের পাশে রেখে ঘুমাতে যাই

ওরা ভাজমুক্ত হতে চায়

প্রতিষ্ঠা করতে চায় নিজের দম্ভকে

নিজের অনস্বীকার্য ঔদার্যকে...

ঘৃণার পর ঘৃণা তৈরী হতে থাকে

সাথে এক রাশ হতাশা আর মুখে মেকি অভিনয়

বালিশের উপরে হতে থাকে নতুন দুঃখের চাষাবাস

ওগুলোর বীজ বপন, সার, পানিসেচ...

আমিই কৃষক, আমিই একমাত্র ভোক্তা

আমার দুপা আড়ষ্ট হয়ে আসে

লতিয়ে ওঠে নতুন পুরনো পরগাছাগুলো

শুষে খায় আমার প্রাণশক্তি

চারাগুলো বড় হয়

কৈশর থেকে যৌবনের অভিষেক হয়

এক ফোঁটা দুফোঁটা করে

চলতে থাকে অবিরাম জলসেচ

আবার শুরু হয় নতুন ক্রমধারাপাত

এক দুই তিন চার...

তবে কি তুমিই ছিলে দুঃখের আকর? 

Author's Notes/Comments: 

9 february 2017

View shawon1982's Full Portfolio