রাঙা বৌ

বারে বারে ঘুরে ফিরে

তোমার কাছেই আসি

দেখতে বড় ভাল লাগে

তোমার মুখের হাসি

 

কি মিঠা তোমার কথা

যেন ফুলের মৌ

আজও তুমি তেমনি আছে

যেন রাঙা বৌ!

 

আমার যা কিছু আছে

সবই তোমার তরে

তুমি যেন সুখের প্রদীপ

আমার ছোট্ট ঘরে

 

শত কাজের মাঝেও থাকে

তোমার হাসি মুখ

যখনই দেখি জুড়ায় মন

মেটে সকল দুখ

 

তোমার সব কথাই যেন

সুর সমধুর গান

যখন তুমি কাছে আসো

আসে সুখের বান

 

যখন তুমি নাইয়র যাও

মন লাগে না ভালো

দিনের আলোও মনে হয়

মধ্য রাতের কালো

 

দুর্দিনে তুমি আমার পাশে

সাহস জোগাও মনে

কাজের মাঝেও তোমার কথা

ভাবি ক্ষণে ক্ষণে

 

তোমায় আমি ভোলাব না

মিথ্যে আশা দিয়ে

কথা দিলাম রাখবো মুড়ে

ভালোবাসা দিয়ে। 

 

Author's Notes/Comments: 

7 february 2017

View shawon1982's Full Portfolio