মূক প্রলাপ

স্মৃতিগুলো অস্তমিত হয়েছে

চাপা পড়েছে অমিত সম্ভাবনা-

জীবন যেথা সদাই অনিশ্চিত

তবুও কেন এই মিছে প্রবঞ্চনা?

শৃঙ্খলাবদ্ধ নাগরিক এই জীবন

রাজনীতির নিষ্পেষণে বন্দী

কোথায় বিলুপ্ত হল মানবতা

সর্বত্রই দেখি অরাজকতার সন্ধি!

শিক্ষার যেখানে মূল্য নেই

দম্ভ শুধু পেশী শক্তির

কি লাভ হবে যোগ্যতা দিয়ে?

কি লাভ আউড়ে মনে মুক্তির?

নিজের সাথে নিজের যত সান্ত্বনা

সাথে দিন গুনে ক্লান্ত হওয়া

যদি পেয়ে যাই দৈবাৎ কোন সুযোগ

সেদিন হয়ত হবে সত্যিকার কিছু পাওয়া!

প্রকৃত স্বাধীন কবে হব আমরা?

কবে হব মানুষ রুপে গন্য?

যাদিন তোমার পার্থক্যটা বুঝবে-

কে ছিল মানুষ আর কে ছিল পন্য। 

Author's Notes/Comments: 

1 august 2016

View shawon1982's Full Portfolio