হিংসা

ভেতরটা জ্বলে যায়

পুড়তে থাকে অবিরাম

সময়ে অসময়ে

পোড়া গন্ধটা টের পাই শুধুই আমি

ধোয়ায় মিশে উড়তে থাকে পুঞ্জীভুত শেষ সম্বল

আমার সব অহংবোধ

নিচ্ছে প্রতিশোধ।

আগের মতই সেই চিরায়ত অবোধ

অথবা চির নির্বোধ!

হিংসা করেছিলাম মুক্ত আকাশে উড়তে থাকা

নিঃসঙ্গ কাকটিকে

আমার মতই ছিল সঙ্গীহীন;

প্রাণচাঞ্চল্যে ভরপুর

প্রতি সকালে কর্কশ ধ্বনি দিয়ে ঘুম ভাঙ্গাতো

যাচ্ছেতাই গালাগাল দিয়ে ওটিকে

অভিশাপ দিয়েছিলাম কত!

জানালার পাশের জামগাছের মগডালে বাসা বেঁধেছিল

কোথা থেকে জেন জুটিয়ে ফেললো সঙ্গিনী

আমি খোলা জানালা দিয়ে দেখি ওদের অবাধ প্রেম

আমি জ্বলে যাই হৃৎপিণ্ড পোড়া অনলে

আমি হার মেনেছি

ওর সমান যোগ্যও আমি নই!

আমার হিংসে হয় নীল আকাশটাকে

যার রাতের কৃষ্ণতা সাজিয়ে দেয়

এলোমেলো কতগুলো তারা দিয়ে

কখনও ক্রোধে নির্বাক হয়ে যাই

মনে হয় ধ্বংস করে দেই জাগতিক সমূদ্রটিকে

কিভাবে প্রতিনিয়ত ভিজিয়ে দেয়

তৃষ্ণার্ত বালুর তীরটিকে!

এসব কিছুই ভালো লাগে না

আমি হিংসায় জ্বলে খুন করতে উদ্দত হই। 

Author's Notes/Comments: 

17th october 2016

View shawon1982's Full Portfolio