হাঁটুর ব্যথা

হাঁটুর ব্যথায় এবার বুঝি

হব দেশছাড়া-

ওষুধ খাবার পরেও সেই

থোর বড়ি খাড়া।

 

এমনভাবে হাটতে হয়

যেন আমি খোঁড়া-

অনেকে হয়ত ভাবতে পারে

কই হয়েছে ফোঁড়া!

 

কষ্টের চেয়েও নিজের কাছে

লজ্জা লাগে বেশী-

নিজের কাছে মনে হয়

আমি কিম্ভুত বিদেশী!

 

যেই দেখে জানতে চায়

কেমন আছেন ভাই?

ভাল বলেই কেটে পড়ি

যেন সময় নাই!

 

আমার অসুখ নিয়েও আমায়

শুনতে হয় খোঁটা

এমন ভাব করে যেন

দোষটা আমারই গোটা।

 

এভাবেই অভিনয় করতে হয়

নিত্য ভাল থাকার-

সবাই সুখে থাকুক, কাউকে

দরকার নাই ডাকার।

 

গরীবের কষ্ট আল্লাহ ছাড়া

কেই বা আর বোঝে?

কাউকে কিছু বলতে গেলেই

হাজারটা দোষ খোঁজে।

 

আমার কষ্ট আমার থাক

তোমরা ভাল থাকো-

আমার জন্য দোয়া করলে

আল্লাহকে ডাকো।

 

খোদা আমি ক্ষমা চাই

তুমি হয়ো না রুষ্ট-

জীবন দিয়ে হলেও তোমায়

করে যাব তুষ্ট। 

Author's Notes/Comments: 

15th november 2016

View shawon1982's Full Portfolio