Hidden History

Have drawn a river in evening canvas

A boat with a sail on in the midst

Poor patches seems so feeble

Orange impression sun about to set over debutant waves-

Thus was the lesson from teacher! That all

 

In the cruel reality

A rose shredded shabby box  

A girl; chick on knee

Removed headgear

Traces of dried up tears

 

The picture itself the story

When the boatman’s weeping

Draw the final touch of the 

Hidden history.



লুকানো ইতিহাস


বিকেলের গায়ে নদী আঁকলাম
আঁচলে পাল তোলা নৌকা
পালে নিরুপায় কটি তালি
বাউল ঢেউয়ের ওপর যাই যাই বলা কমলাবরণ সুর্য
- এই পর্যন্ত ড্রয়িং টিচারের শেখানো ছবিটি; নির্দোষ।

কিন্তু মিনিয়চারে ;
ছইয়ের নীচে গোলাপ তোরংগ
পাশে হাটুতে গাল,
খসে পড়া ঘোমটায় 
শুকিয়ে যাওয়া অশ্রুরেখা।

ছবিটা গল্পই,
যখন মাঝির চোখেও
নিজল কান্নায় 

লুকানো এক ইতিহাস। 

Author's Notes/Comments: 

14th november 2016

View shawon1982's Full Portfolio