ডাইনী

ভেবে চিনতে কিছু একটা

করবো আমি এবার

এক হাত আমি দেখে নেব

এসপার নয় ওসপার!

 

যতই আলগা ভাব ধর

মারো যতই ফুটানি-

আগা গোড়া খোল ধামড়া

ওসব আমরা জানি।

 

ময়ূর পেখম গায়ে দিলেও

আসলে তুমি কাক

কাকের মতই স্বভাব তোমার

কাকের মতই ডাক!

 

দেখলে তোমায় সাপে-নেউলে

করে ফেলে দোস্তি-

তোমাকে না দেখলেই তবে

মনে লাগে স্বস্তি।

 

তোমার কথা শোনার চেয়ে

ফাঁসিতে ঝোলাও ভাল-

যেমন তোমার ভাব-ভঙ্গি

মনটাও তেমনি কালো!

 

মাঝে মাঝে মন চায়

গলা টিপে ধরি-

কখনও আবার ইচ্ছে করে

গামলায় ডুবে মরি!

 

অনেক প্যাচাল পাড়ছো তুমি

আল্লার ওয়াস্তে থামো-

তুমি চুপ তো জগৎ ঠান্ডা,

শান্তি ওঁম, নমঃ নমঃ! 

Author's Notes/Comments: 

26th october 2016

View shawon1982's Full Portfolio