সর্বনাশা ঘন্টা

 

ক্ষণকাল তিষ্ঠতে না তিষ্ঠতেই ঘড়িতে বাজলো ঘন্টা

ঢং ঢং ঢং-

দিশেহারা হয়ে আমি নিজেকে প্রশ্ন করি

সময় কি তবে ফুরিয়ে এলো?

এখুনি চলে যেতে হবে তোমাকে?

বৃষ্টি তো এখনও ঝরছে

আকাশে এখনও কতো তারা!

আমি তোমার জন্য সাতটি রঙ এনেছি

মিশিয়ে তোমাকে দেখাবো বলে

সেগুলো ধুয়ে গেছে অনাহুত বৃষ্টির অজর ধারায়

শুধু তুলিতে মাখানো সামান্য একটু রঙ রয়ে গেছে

ফুরিয়ে যাবার আগেই দিতে হবে আঁচড়

আবার শব্দ করে বেজে ওঠে ঘন্টা

ঢং ঢং ঢং-

তোমার ছায়া মিশে যায় পথে

গল্পটির পাশে রেখে দিলাম ছবিটা

যেটাতে দেয়া হয়নি শেষ আঁচড়

কালি শুকিয়ে গেছে অব্যক্ত কথার মত

অথবা পুনশ্চ লিখতে ভুলে যাওয়া চিঠির মতন।

বছর ঘুরে গেছে

আবার শুরু হয়েছে বাকহীন বৃষ্টি

আমি লিখতে শুরু করলাম

মাত্র প্রথম ছত্রের পরেই

ঢং ঢং ঢং-

সর্বনাশা ঘণ্টা বাজতে শুরু করেছে। 

Author's Notes/Comments: 

31st July 2016

View shawon1982's Full Portfolio