ফরিয়াদ

সমূদ্র খুঁজে পায় নি তোমাকে

ব্যররথ হয়ে ফিরেছে বারে বারে

গুঞ্জন করে জানিয়েছে ফরিয়াদ

তোমার স্পর্শ পেতে যে তার বড় সাধ!

সমূদ্র লুকিয়েছিল তোমার দুচোখের অন্তরালে

সব জল তার শুকিয়ে, গিয়েছে বিরান হয়ে

কুঞ্জে কুঞ্জে সে জানিয়েছে ফরিয়াদ-

তোমার স্পর্শ পেতে যে তার বড় সাধ!

ঢেউগুলো একে একে ভেঙে গেছে বালুর তীরে

তোমার দেখা পায়নি আজও

ব্যররথ মনোরথে গেছে ফিরে।

ঝড়ো বাতাসের শো শো শব্দে

সে সংক্রমিত করেছে ফরিয়াদ

এই বুঝি ভেঙে গেলো তার

সযত্নে লালিত সকল দুখের বাঁধ!

কেউ শুনবে না যেনেও

সে করে চলেছে ফরিয়াদ-

তোমার চরণ দুখানা জলে ভিজিয়ে

পূরণ করে দিও তার সাধ। 

Author's Notes/Comments: 

25th july 2016

View shawon1982's Full Portfolio