সমর্পন

পোকামাকড়ের মত কীনিত জীবনের উপাখ্যান

নিজের হাতে গড়ে তোলা উত্থান পতন

কখনও মুখ থুবড়ে পড়তে হয় রঙের খেলায়

রংধনু মিশে যায় একে একে শ্বেতী রোগির মতন

বাতাসে উড়তে থাকে আবির রঙা ধুলোর প্রহসন

ঠিক তখনই-

দুদন্ড বিশ্রামের মুহুর্তে ডুব দেই রক্তগঙ্গায়

নেই পবিত্র হবার মিথ্যে শপথ!

চোখ নামাই নিষ্ঠুরতার পর্দা মাড়িয়ে

বাজাতে থাকি অগ্রিম জয়যাত্রার ডুগডুগি

চোখের সামনেই দেখতে পাই পতঙ্গ জীবনের ভরাডুবি

হায় মেঠো পথ! হায় জলাভুমি-

খোলস ছেড়ে বেরিয়ে এসে তোমার চরণ চুমি!

আমার পাপে কলঙ্কিত আজ তোমার চারণভুমি।

ভুলে যেও অতীতের ভালোবাসা-

শুধু মনে রেখো বর্তমানের হঠকারী বিভীষিকা

প্রতিপলে হতে থাকে নেপথ্য পট পরিবর্তন,

আমি হারাই নতুন চক্রে-

পুরাতন কে করি সমর্পন। 

Author's Notes/Comments: 

28th July 2016

View shawon1982's Full Portfolio