ইন্দ্রজাল

অবমুক্ত সন্ধ্যার ঘনীভূত সন্ধিক্ষণে

কপাল ছুঁয়েছে আবির রঙা রৌদ্রটীকা-

আঁধারের প্লাবনে ভাসমান নক্ষত্রগুলো

মনে করায় স্নেহসিক্ত অতীতের-

অস্পৃশ্য মধুর কাল্পনিক ইতিবৃত্ত।

ঝড় থেমে গেছে বহু আগে

টের পাইনি এতটাই বিভোর ছিলাম

স্বপ্নের ঠাস বুনোনের অন্তরালে

অলীক ভাবনাগুলো ঝরে যাবার অপেক্ষায়-

থেকে থেকে শুকিয়ে গেছে

ভেসে গেছে জল জোছনার সাথী হয়ে

তোমার চোখের অন্তহীন গহীন তটে

মিথ্যে ভালোবাসার ঐচ্ছিক ইন্দ্রজালে। 

Author's Notes/Comments: 

16th october 2016

View shawon1982's Full Portfolio