অনিন্দ্য শুভ্রশঙ্খ

তোকে হত্যা করেছি খোকা-

আমি যে তোর মা, আমিই যে তোর বাবা

কলঙ্ক যা ছিল সব-

সব তোকে দিয়ে আমি হতে চেয়েছি বিশুদ্ধ।

কি সুন্দর ছিলি যে তুই বাছা

কি অনিন্দ্য সুন্দর মুখ!

শুভ্রশঙ্খ বর্ণে কি অসীম ছিল দ্যুতিপ্রভা

ঠিক যেন ইশ্বরের দূত।

তোর জন্মে কেউ দেয়নি কেউ আজান

কেউ বাজায়নি শঙ্খধ্বনি-

কেউ তোকে করেনি বরণ

কারণটা শুধু আমি জানি!

আমি যে তোর মা, আমিই যে তোর বাবা!

কলঙ্কিত হাতে তোখে ছুড়ে ফেলে দিয়েছি

বহুতল ভবন থেকে-

এরপরেও তুই বেঁচে ছিলি খোকা

কি অসহ্য ব্যথা সাথে করে!

সমূদ্রের পানির সহস্র স্রোত

মেটাতে পারে না রাতের আঁধার

আমার জীবনে লেগে থাকা কলঙ্ক

সবকিছুকেই করে ফেলেছে অসার।

যদি আকাশ ভেঙ্গেও ঢল নামে

ধুয়ে নিতে পারবেনা রক্তের দাগ।

আর কিছু বলা সম্ভব নয়-

চিররুদ্ধ হোক এই পাপীর সব প্রলাপ-

এই জীবনের শুদ্ধতায় নামুক তোর সকল অভিশাপ।

Author's Notes/Comments: 

29th June 2016

View shawon1982's Full Portfolio