নির্বাক শ্রোতা

একটা দিন কি এমন হতে পারে

যেদিন শুধু কবিতা পড়বো?

এমন একটা তার কি হবে না

যে রাতে তোমার হাতে হাত রেখে কাটিয়ে দেব

পুরো একটা নির্ঘুম রজনী?

হারিয়ে যাব তোমার চোখের গভীরে

অবগাহন করবো তোমার ভালোবাসায়

সুদূর নীলিমায় একসাথে দেখবো তারার খসে পড়া

কখনও শুনবো তোমার কারণে অকারণে মিষ্টি হাসি

আমি কবিতা লিখবো তোমার জন্য

আর তুমিই হবে তার প্রথম ও একমাত্র শ্রোতা!

সময় ফুরিয়ে আসছে...

আমার এই ছোট চাওয়াগুলো অপূর্ণই থেকে গেলো হয়ত।

তুমি হয়ত একসময় ভুলে যাবে

আর আমি?

তোমার স্মৃতিটুকুই সাথে নিয়ে চলে যাব

দূরে কোথাও

তোমাদের নির্লিপ্ত নগরীর কোলাহল থেকে

অনেক দূরে...

তখন তুমি যদি আবার কখনও আকাশে তারা দেখো-

যদি কখনও তুমি কবিতা পড়-

তখন আমি হব তোমার নির্বাক শ্রোতা। 

Author's Notes/Comments: 

17th june 2016

View shawon1982's Full Portfolio