উদাসী মেয়েটি

আলুথালু বেশে মেয়েটি চলে ধীর গতিতে

পাড় ঘেষে, ঘোমটা নেই মাথায়

মেয়েটি কি পাগল?

নাকি নিছক ভান ধরেছে?

লোকজন উত্তপ্ত চুপুরের তৃষ্ণা মেটায়-

মেয়েতীকে গীলোটে ঠাকে গোগ্রাসে!

হাতের তালু ঘামতে থাকে;

কখন লাগাম ছিঁড়বে সেই অপেক্ষায়।

মেয়েটির কোন ভ্রুক্ষেপ নেই।

কুকুরের মত ঝোলানো জিহ্বায় লালা ঝরিয়ে

এগিয়ে আসে একশো একটা কালো হাত

বাতাসে উঠে যায় কুন্ডলী পাকানো ধোঁয়া-

ঘরে জমে আছে, মায়ের অপেক্ষা...

নদীর পানিতে ভেসে আসে আবর্জনা

আর স্বার্থান্ধ সংস্কারের দুর্গন্ধ-

এলোকেশে মেয়েটি হেঁটে চলে যায়... 

Author's Notes/Comments: 

16th February 2016

View shawon1982's Full Portfolio