আত্মহত্যা

আমি নিজেকে মিশিয়ে দিলাম তোমাদের সব আলো আঁধারিতে

ভেসে গেছি অবিরত স্রোতধারায়

কখনও বিমর্ষ বাতাসের দমহা হাওয়ায়।

আমি নিজেকে মিশিয়ে দিলাম তোমাদের সব জড় অস্তিত্ত্বে

যেমন ছিলাম জন্মের বহু আগে থেকে।

পার্থক্য তো শুধু অসুন্দর বা সুন্দর সময়ের।

তোমার চোখের ঐ নিষ্প্রাণ নিষ্প্রভ চাহনির চেয়ে

তরল বিষের হৃদয় জুড়ানো জ্বালা কমই ছিল!

কি জানি......

হতে পারে আমার ভুল

চিরতরে দিয়ে গেলাম তার মাশুল।

নিজেকে মিশিয়ে দিলাম তোমাদের স্পন্দিত সময়ে

বৃষ্টির পানির মত অনিমেষ অবিরত ধারায়

কখনও উত্তপ্ত রিক্ত রাজপথের ধুলায়!

তোমরাই থেক! ভাল থেক-

তোমরা রইলে আগামীর পার্থিব প্রতিনিধি হয়ে।

আমি মিশে গেলাম বিস্মৃতির এক অবিমিশ্র ঘৃণ্য ঘূর্ণিপাকে।

Author's Notes/Comments: 

14th June 2016

View shawon1982's Full Portfolio