বিস্মৃত কবি

এভাবে ভুলে গেলে কবিতা লেখা?

এখন কি আর কিছু মনে নেই কবি তোমার?

এখন কি আর মাছের সাঁতারে আলপনা দেখতে পাও না

অথবা নারকেল গাছের পাতায় শব্দের খেলা?

শহরের পীচের রাস্তায় সেই যে হেঁটে গেলে

আর এলে না! কেন? কিসের ক্ষোভ তোমার?

বাসস্টপে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা যে মেয়েটির অপেক্ষা করতে

যাকে নিয়ে লিখতে চেয়েছিলে পুরো একটি কাব্যগ্রন্থ

এখন কি আর মনে পড়ে না তার কথা?

তুমি লেখা ছেড়ে দিয়েছ

অথচ উপমারা এখনো খেলা করে

নৈবেদ্য সাজিয়ে অপেক্ষা করে

তুমি এলেই প্রদীপ জ্বেলে চমকে দেবে তোমাকে

আর তোমার সে খড়মজোড়া

উইপোকা নষ্ট করে ফেলেছে।

দোয়াতের কালি  শুকিয়ে গেছে সেই কবে

পানি দিলেও কাজ হবে না।

তুমি না বলতে কিংবদন্তীর কবি হবে?

কালজয়ী সব কবিতা লিখে চমকে দেবে?

ঘুম ভাঙ্গাবে সব অপোগন্ডের!

একবার মনে করে দেখো, আমাকে কথা দিয়েছিলে

তোমার চিনিয়ে দেয়া সেই তারা আমি আজও দেখি!

তোমার কথামত আমি নতুন একটা কলম কিনে রেখেছি

তুমি কবিতা লিখবে বলেছিলে-

লিখলে না। এভাবে ভুলে গেলে কবিতা লেখা? 

Author's Notes/Comments: 

27th February 2016

View shawon1982's Full Portfolio