শকুনের খোরাক

 

আমি লিখেই যাব, বিষাক্ত কালিতে

যতই হানা দিক, উড়ন্ত শকুনের দল

আমার লেখায় বিষোদ্গার হয়, হোক!

পাথরে খোদাই করা থাকুক যতসব

রূপক উপাখ্যানের মৃতবসতি।

আমার লেখা চলবে প্রবাহিত হয়ে

যেথা মিশবে রক্ত আর প্রতিবাদের গন্ধ

হয়ত আমিও অন্ধ! কালকের জন্য

আপত্তি নেই। যে চোখে ঘুম নেই-

সেই চোখ শকুনের ভাগাড়ের জন্য নয়।

হাতের নীল পাঞ্জায় অক্ষরের উন্মাদ স্রোত

পাথরের উপর ফুলের উন্মত্ত প্রস্ফুটন

সে সাথে চলতে থাকুক পাকস্থলীর ঘুর্ণন।

যদি ভেবে থাক অর্থ নেই; তো নেই!

আমি কোন সহজ অর্থ রেখে চলতে শিখিনি।

আগোছালো ভাঙ্গা ঝিনুক আর লবণের স্তূপ-

তিক্ততার বিষে বিষাক্ত হোক বেজন্মার উত্থান।

 

 

আমি নীলের দিকে তাকিয়ে ধ্রুবতারা খুঁজি। 

Author's Notes/Comments: 

5th January 2016

View shawon1982's Full Portfolio