আক্ষেপ

 

তোমার মত হতে পারিনি

আক্ষেপটুকু রয়েই গেল।

উত্তর না মেলা

গরমিল অঙ্ক নিয়ে বসে আছি-

বৃথা চেষ্টা করে যাই বারবার।

তোমার আকাশের ধ্রুবতারা হবার

ধৃষ্টতা দেখিয়েছিলাম-

আমি তখনও জানতাম না,

তুমিই সেই!

যার সমূদ্রের উপরে কোন আকাশ নেই। 

Author's Notes/Comments: 

29th december 2015

View shawon1982's Full Portfolio