আনন্দ

 

জীবনের আনন্দের মুহুর্তগুলো

ক্ষণজন্মা কেন হয়?

শীতের সকালে ঘাষের ডগায় জমে থাকা

শিশির বিন্দুর মত-

গোলাকার বর্ণিল

আর বিচ্ছুরিত আলোর নানা কারসাজি।

আমার আনন্দগুলো ঠিক তেমনই,

 

স্বল্পায়ু, দুর্লভ যেন মনোমুগ্ধকর আতশবাজি। 

Author's Notes/Comments: 

29th december 2015

View shawon1982's Full Portfolio